কি ভাবে নীট ফেব্রিকে কে মিটার থেকে কেজিতে কনভার্ট করার নিয়মঃ আমরা সুত্রটি ম্যাথের মাধ্যমে করার 
চেস্টা করবো। আমাদের যে যে তথ্য জানা লাগবে তা হলো :

১. Fabrics Width ২. GSM 3. Fabrics length

উদাহরণঃ ১. ফেব্রিক এর Lenth হলো ১৭০০ মিটার

 ২. Fabrics Width হলো ৭২" ইঞ্চি ( একে মিটারে কনভার্ট করে নিতে হবে আমাদের, কারন, আমরা গ্রাম পার স্কয়ার

মিটার বের করবো যা পরে ১৭০০ মিটারে সাথে গুন হবে )

 মিটার= ( ৭২ × ২.৫৪) ÷ ১০০ = ১.৮৩ মিটার

৩. আমাদের ফেব্রিক GSM ( gram per square meter) = 230 Gm

 এখন মুল হিসেবে আসা যাক যে ১৭০০ মিটারে আমাদের কতকেজি ফেব্রিক হয়ঃ

 Fabric Weight (Gm) = [ ফেব্রিক length (মিটার) × ফেব্রিক এর width ( মিটার) × GSM ( গ্রাম) ]

 Fabric Weight (Gm) = (1700 × 1.83 × 230) gm

 Fabric Weight (Gm) = 715530 গ্রাম

 Fabric Weight = (715530÷ 1000) Kg

 Fabric Weight =715. 53 কেজি।

Comments

Popular posts from this blog