Posts

Showing posts from October, 2018
কি ভাবে নীট ফেব্রিকে কে মিটার থেকে কেজিতে কনভার্ট করার নিয়মঃ আমরা সুত্রটি ম্যাথের মাধ্যমে করার   চেস্টা করবো। আমাদের যে যে তথ্য জানা লাগবে তা হলো : ১. Fabrics Width ২. GSM 3. Fabrics length উদাহরণঃ ১. ফেব্রিক এর Lenth হলো ১৭০০ মিটার   ২. Fabrics Width হলো ৭২" ইঞ্চি ( একে মিটারে কনভার্ট করে নিতে হবে আমাদের , কারন , আমরা গ্রাম পার স্কয়ার মিটার বের করবো যা পরে ১৭০০ মিটারে সাথে গুন হবে )   মিটার = ( ৭২ × ২.৫৪) ÷ ১০০ = ১.৮৩ মিটার ৩. আমাদের ফেব্রিক GSM ( gram per square meter) = 230 Gm   এখন মুল হিসেবে আসা যাক যে ১৭০০ মিটারে আমাদের কতকেজি ফেব্রিক হয়ঃ   Fabric Weight (Gm) = [ ফেব্রিক length ( মিটার ) × ফেব্রিক এর width ( মিটার ) × GSM ( গ্রাম ) ]  Fabric Weight (Gm) = (1700 × 1.83 × 230) gm   Fabric Weight (Gm) = 715530 গ্রাম   Fabric Weight = (715530÷ 1000) Kg   Fabric Weight =715. 53 কেজি।